আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের জান্তা সরকারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সংস্থাটির পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল্লে ব্রিটিশ বার্তা সংস্থা রয়র্টাসকে এ কথা জানান। ১লা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাতের পর তৃতীয়বারের মতো দেশটির সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ।
বরোল্লে জানান, তৃতীয় ধাপের নিষেধাজ্ঞার প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এটি কার্যকর হবে। এবারের নিষেধাজ্ঞার আওতায় সামরিক সরকারের কর্মকর্তা এবং সেনাবাহিনীর অর্থনৈতিক স্বার্থের প্রতিনিধিত্ব করা প্রতিষ্ঠানকেও অন্তর্ভুক্ত করা হবে।
সামরিক অভ্যুত্থানের পর এ পর্যন্ত মিয়ানমারের ২১ সামরিক কর্মকর্তার সম্পত্তি জব্দ, ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।