DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধ শুধু একটা ম্যাপের জন্য হইনি-ফখরুল

Astha Desk
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

মুক্তিযুদ্ধ শুধু একটা ম্যাপের জন্য হইনি-ফখরুল

আস্থা ডেস্কঃ

মুক্তিযুদ্ধ শুধু একটা ম্যাপের জন্য হইনি, হয়েছে কথা বলার স্বাধীনতাসহ সকল সুযোগ ভোগ করার জন্য। সরকার সাংবিধানিক অধিকারের উপর আঘাত করছে। আজ যোগ্যতা থাকলেও কেউ চাকরি পায় না। শেখ হাসিনার নেতৃত্বে শাসকগোষ্ঠী তথাকথিত যে উন্নয়নের কথা বলছে, তা আরও দেশকে ঋণী করে তুলছে।
বিএনপি কোনো বিপদে নেই, আন্দোলনের মাধ্যমে শক্তিশালী হচ্ছে। তবে দেশের জনগণ আজ বিপদের মুখে।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপি স্থায়ী কমিটি সদস্য মরহুম ব্রি.জে. (অব.) আ স ম হান্নান শাহ সপ্তম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ভিসানীতি তাদের উপরে পড়ে, যারা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়। আজ দেশের সব সেক্টর ভিসানীতিতে পড়তে যাচ্ছে, এটা খুশির খবর নয় লজ্জার। এর জন্য একমাত্র দায়ী বর্তমান সরকার। প্রতিহিংসায় খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রেখেছে সরকার। আওয়ামী লীগের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হবে না, বিএনপি কখনও যাবে না।

 

আজ ২৭ শে সেপ্টেম্বর বিএনপির দু:সময়ের কান্ডারী, দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র ৭ম মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালের এই দিনে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হান্নার শাহর পারিবারিক সূত্রে জানা গেছে, তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ার ঘাগটিয়া গ্রামের বাড়িতে আজ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া দলীয়ভাবে দুপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, হান্নান শাহ ১৯৪১ সালের ১১ অক্টোবর গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ফকির আবদুল মান্নান পাকিস্তান সরকারের মন্ত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। ১৯৫৬ সালে হান্নান শাহ ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল থেকে মেট্টিকুলেশন পাস এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানে বন্দী জীবন কাটিয়ে ১৯৭৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে ফিরে সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৮৩ সালে ব্রিগেডিয়ার জেনারেল পদে থাকাকালীন এরশাদ সরকার বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক তাকে অবসর প্রদান করা হয়।

আরো পড়ুন :  বিএনপির কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় জামিন পেলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

বিএনপিতে যোগদানের পর পর্যায়ক্রমে ঢাকা মহানগর যুগ্ম-আহ্বায়ক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৯ সালে পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হলে তাকে বিএনপির সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর আমৃত্যু এ পদে বহাল ছিলেন। ১৯৯১ সালে ও ১৯৯৬ সালের নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালে বিএনপি সরকারের পাটমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে মঈন-ফখরুদ্দিনদের ওয়ান ইলেভেনের সরকারের সময়ে বিএনপির পক্ষে সাহসী ভূমিকা রাখেন। তাকে বিএনপির দু:সময়ের কান্ডারী বলা হয় থাকে। সেই সময়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে যারা মাইনাস করতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে সোচ্ছার ভূমিকা রেখে তিনি তৃণমূল নেতাকর্মীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০