জেলা প্রতিনিধি:মুজিবনগর টু মেহেরপুর প্রধান সড়কের পাশে অবৈধভাবে বালু রাখার দায়ে চার বালু ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।
এসময় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৮৯ ধারায় ৪ জনের নিকট থেকে ভ্রাম্যমাণ আদালত মোট ৩ হাজার ৫০০ শত টাকা জরিমানা আদায় করেন। জরিমানাকৃত ব্যক্তিরা হলেন, মেহেরপুর থানাপাড়ার মুন্না ও বাবু, দারিয়াপুরের রফিক, মোনাখালীর চাঁদ আলী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে মেহেরপুর সদর উপজেলা সীমান্ত থেকে মুজিবনগর কমপ্লেক্স পর্যন্ত মহাসড়কের উপর থেকে ইট, বালি, কাঠসহ বিভিন্ন গৃহনির্মাণ সামগ্রী রাখাই জনগণের নানান প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
যার ফলে এগুলো অপসারণে মুজিবনগর উপজেলার সহকারী কমিশানার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে মুজিবনগর থানা পুলিশের এসআই আজমের একটি চৌকস দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।