মুন্সিগঞ্জের পদ্মায় নিখোঁজ ২ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০১:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৬৭ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মৃত উদ্ধার দুই স্কুলছাত্র হলো- ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা এলাকার মো. সিরাজের ছেলে আজাদ হোসেন বাপ্পি (১৫) ও একই এলাকার মৃত মো. মিনহাজের ছেলে মো. তামিম (১৪)।তারা কেরাণীগঞ্জ শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে বাপ্পি ও বিকেল সাড়ে ৪টার দিকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়।
মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ কর্মকর্তা সিরাজুল কবীর বাংলানিউজকে জানান, সকালে কেরাণীগঞ্জ থেকে ২৬ জন শিক্ষার্থী ও অভিভাবকদের মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকা থেকে ট্রলার ভাড়া করে ঘুরতে আসেন। দুপুরের দিকে পদ্মার একটি নতুন চরে সবাই অবস্থান নেন।
সেখানে তামিম ও বাপ্পি গোসল করতে নেমে নিখোঁজ হয়। প্রায় আড়াই ঘণ্টা খোঁজাখুঁজি করে তাদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তারা দু’জন বন্ধুর পরিবারের সঙ্গে ঘুরতে এসেছিল।

















