DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

Astha Desk
মে ২৫, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুন্সীগঞ্জের প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫শে মে) সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গনে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।

 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, এরপর বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিশেষ অতিথি মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম এবং মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ জামাল হোসেন প্রমূখ।

 

প্রতিষ্টানটির অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হাই তালুকদার এর সভাপতিত্বে ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এমারত হোসেন ইমরান এর স্বাগত বক্তব্যের 

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা, হরগঙ্গা কলেজের সাবেক জিএস নাজমুল হাসান সোহেল, শামসুল কবির মাস্টার, আফছার উদ্দিন ভূঁইয়া আফসু, কলেজ ছাত্রলীগের সভাপতি নিবিড় আহাম্মেদ প্রমূখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম এবং কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ জামাল হোসেন।

 

প্রধান অতিথি বলেন, নবীন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে সঠিক ভূমিকা পালনের পরামর্শ দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]