DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মুম্বাইকে ১৬৩ রানের টার্গেট দিল দিল্লি

News Editor
অক্টোবর ১১, ২০২০ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। এক দলের শীর্ষস্থান অক্ষুণ্ন রাখার মিশন। অন্য দলের শীর্ষস্থান কেড়ে নেয়ার মিশন। কে জিতবে, কে হারবে? দিল্লি ক্যাপিটালস আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে? ৬ ম্যাচের ৫টিতে জয়। দিল্লি ক্যাপিটালস ৫টিতেই জিতে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।

এই জটিল সমীকরণ সামনে নিয়ে আবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ১৬৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস।

মহামারি কারনে বিপিএল হচ্ছে না এ বছর

তুলনামূলক লক্ষ্যটা সহজ। তবে এখনকার সময়ে প্রতিটি দলের বোলাররাই ভালো বোলিং করছেন। যে কারণে, দিল্লির এই স্কোর বড় চ্যালেঞ্জিংই মনে হয়।

টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার পৃত্থি শ’কে (৪) দ্রুত হারিয়ে ফেলে দিল্লি। এরপর আজিঙ্কা রাহানে আউট হন মাত্র ১৫ রান করে। বল খেলেছেন তিনি ১৫টি।

শিখর ধাওয়ান এবং অধিনায়ক স্রেয়াশ আয়ার মিলে জুটি গড়েন। ৩৩ বলে ৪২ রান করে আউট হন স্রেয়াশ আয়ার। ৫২ বলে ৬৯ রান করে অপরাজিত থেকে যান শিখর ধাওয়ান। ৬টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি।

শেষ দিকে মার্কাস স্টোইনিজ ১৩ এবং অ্যালেক্স ক্যারে অপরাজিত থাকেন ১৪ রানে। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ দাঁড়ায় ১৬২। ক্রুনাল পান্ডিয়া ২টি এবং ট্রেন্ট বোল্ট নেন ১ উইকেট।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।