ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম ভূখন্ডে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কিশোরগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

Rayhan Zaman
  • আপডেট সময় : ০১:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ১০৫০ বার পড়া হয়েছে

মুসলিম ভূখণ্ড ইরানে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৭ জুন) জুমার নামাজের পর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদী মসজিদ চত্বরে এসে সমাবেশে মিলিতি হয়।

সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস কাসেমীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম ও সিনিয়র সহ-সভাপতি  মাওলানা আব্দুল মুমিন শের জাহান, সহ- সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, জেলা সদর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মেসবাহউল হক, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা এনামুল হক হাক্কানী ছাড়াও সমাবেশে জেলা, উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর আগ্রাসনের তীব্র নিন্দা জানায়।জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকায় আমরা হতাশ। ইহুদিরা সারাবিশ্বের মুসলমানদের শত্রু, আর যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরাইল মুসলিমদের উপর বর্বরতা চালিয়ে যাচ্ছে।

তারা বলেন, যুদ্ধবিরতির নামে ইসরাইলকে রক্ষা করার অপচেষ্টা চলছে।মুসলমানদের ধ্বংস করতে আন্তর্জাতিক ভাবে চক্রান্ত অব্যাহত রয়েছে। সময় এসেছে বিশ্ব মুসলিম উম্মাহকে একত্রিত হয়ে প্রতিবাদ গড়ে তোলার।

সমাবেশ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও বিজয়ের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :

মুসলিম ভূখন্ডে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কিশোরগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

আপডেট সময় : ০১:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

মুসলিম ভূখণ্ড ইরানে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৭ জুন) জুমার নামাজের পর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদী মসজিদ চত্বরে এসে সমাবেশে মিলিতি হয়।

সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস কাসেমীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম ও সিনিয়র সহ-সভাপতি  মাওলানা আব্দুল মুমিন শের জাহান, সহ- সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, জেলা সদর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মেসবাহউল হক, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা এনামুল হক হাক্কানী ছাড়াও সমাবেশে জেলা, উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর আগ্রাসনের তীব্র নিন্দা জানায়।জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকায় আমরা হতাশ। ইহুদিরা সারাবিশ্বের মুসলমানদের শত্রু, আর যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরাইল মুসলিমদের উপর বর্বরতা চালিয়ে যাচ্ছে।

তারা বলেন, যুদ্ধবিরতির নামে ইসরাইলকে রক্ষা করার অপচেষ্টা চলছে।মুসলমানদের ধ্বংস করতে আন্তর্জাতিক ভাবে চক্রান্ত অব্যাহত রয়েছে। সময় এসেছে বিশ্ব মুসলিম উম্মাহকে একত্রিত হয়ে প্রতিবাদ গড়ে তোলার।

সমাবেশ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও বিজয়ের জন্য বিশেষ মোনাজাত করা হয়।