মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ০৯:৩৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ১০৫৪ বার পড়া হয়েছে
মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন-সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দল। আজ শনিবার (১০ জানুয়ারী) বিকেলে খাগড়াছড়ি ভাঙা ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌর শহরে বিএনপির কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির’কে যারা গুলি করে হত্যা করেছে, তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এসময় বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে একের পর এক নেতাকর্মীকে হত্যার ঘটনা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য ভয়াবহ হুমকি। দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা।









