DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই এপ্রিল ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুর ধুম্রজাল-সাফা কবির ভালো আছেন

Astha Desk
জুন ৯, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

মৃত্যুর ধুম্রজাল-সাফা কবির ভালো আছেন

বিনোদন ডেস্কঃ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রী সাফা কবির মারা গেছেন! এই গুঞ্জনে এক পর্যায়ে বাধ্য হয়ে পোস্ট দিয়ে ছোট পর্দার এই অভিনেত্রী জানালেন, তিনি অক্ষত ও ভালো রয়েছেন।

অন্যদিকে, গণমাধ্যম বলছে ঘাতক দালাল নির্মূল কমিটির সংগঠক শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এই খবরের রেশ ধরেই গুজবটি ছড়িয়ে পড়ে। এরপরেই সাফা কবির নিজের ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন, তিনি ঠিক আছেন।

সাফা কবির লেখেন, ‘হ্যালো এভ্রিওয়ান। সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।

তিনি ভালো রয়েছেন জানিয়ে বলেন, ‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭