ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পাহাড়ে সন্ত্রাসী কার্যকলাপ বাড়াতে টার্গেট সেনাবাহিনী Logo খাগড়াছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা প্রদানের প্রতিবাদে ঢাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল Logo একটি স্নাইপার বুলেটই যথেষ্ট: বাঙালি নেতাকে কেএনএফ-এর হুমকি! Logo খাগড়াছড়িতে নাশকতার পরিকল্পনা করছে ইউপিডিএফ Logo সামনে ঘোর অন্ধকার-আমরা ঘুমাচ্ছি Logo খাগড়াছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বাষিকী পালিত Logo কিশোরগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল Logo হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা Logo কিশোরগঞ্জ শহরে অটোরিকশার যানজট ও ফুটপাত দখল ভাঙতে মাঠে নামলেন ডিসি ফৌজিয়া খান Logo রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুলের শোক

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৩৭ বার পড়া হয়েছে

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন

স্টাফ রিপোর্টারঃ

মেক্সিকোয় ৪৫ জন যাত্রী নিয়ে একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পুয়েবলা রাজ্যের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও মধ্য আমেরিকা থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন।

পুয়েবলার স্বরাষ্ট্রমন্ত্রী হুলিও হুয়ের্তা সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাটি যখন ঘটে তখন বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আরও ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে দুজন পরে মারা গেছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, বাসটি মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর তাপাচুলা থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে রাজধানী মেক্সিকো সিটিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাসের চালক ও সহকারীও রয়েছেন বলে জানিয়েছে প্রসিকিউটরের কার্যালয়।

হতাহতদের মধ্যে কতজন অভিবাসনপ্রত্যাশী আছেন তা নিশ্চিত জানাননি পুয়েবলার কর্মকর্তারা। এ বিষয়ে মেক্সিকোর মাইগ্রেশন ইনস্টিটিউটকে অনুরোধ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রতি বছর বিভিন্ন দেশ থেকে এসে মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে বহু অভিবাসনপ্রত্যাশী। তাদের অনেকেই ঝুঁকিপূর্ণ পথ বেছে নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতেই এমন পদক্ষেপ নেন তারা। এর আগেও এমন বেশ কিছু দুর্ঘটনায় অভিবাসনপ্রত্যাশীদের হতাহতের ঘটনা ঘটেছে।

ট্যাগস :

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন

আপডেট সময় : ০৩:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন

স্টাফ রিপোর্টারঃ

মেক্সিকোয় ৪৫ জন যাত্রী নিয়ে একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পুয়েবলা রাজ্যের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও মধ্য আমেরিকা থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন।

পুয়েবলার স্বরাষ্ট্রমন্ত্রী হুলিও হুয়ের্তা সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাটি যখন ঘটে তখন বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আরও ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে দুজন পরে মারা গেছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, বাসটি মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর তাপাচুলা থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে রাজধানী মেক্সিকো সিটিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাসের চালক ও সহকারীও রয়েছেন বলে জানিয়েছে প্রসিকিউটরের কার্যালয়।

হতাহতদের মধ্যে কতজন অভিবাসনপ্রত্যাশী আছেন তা নিশ্চিত জানাননি পুয়েবলার কর্মকর্তারা। এ বিষয়ে মেক্সিকোর মাইগ্রেশন ইনস্টিটিউটকে অনুরোধ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রতি বছর বিভিন্ন দেশ থেকে এসে মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে বহু অভিবাসনপ্রত্যাশী। তাদের অনেকেই ঝুঁকিপূর্ণ পথ বেছে নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতেই এমন পদক্ষেপ নেন তারা। এর আগেও এমন বেশ কিছু দুর্ঘটনায় অভিবাসনপ্রত্যাশীদের হতাহতের ঘটনা ঘটেছে।