DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১০ই এপ্রিল ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১০ই এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন

Astha Desk
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন

স্টাফ রিপোর্টারঃ

মেক্সিকোয় ৪৫ জন যাত্রী নিয়ে একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পুয়েবলা রাজ্যের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও মধ্য আমেরিকা থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন।

পুয়েবলার স্বরাষ্ট্রমন্ত্রী হুলিও হুয়ের্তা সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাটি যখন ঘটে তখন বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আরও ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে দুজন পরে মারা গেছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, বাসটি মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর তাপাচুলা থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে রাজধানী মেক্সিকো সিটিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাসের চালক ও সহকারীও রয়েছেন বলে জানিয়েছে প্রসিকিউটরের কার্যালয়।

হতাহতদের মধ্যে কতজন অভিবাসনপ্রত্যাশী আছেন তা নিশ্চিত জানাননি পুয়েবলার কর্মকর্তারা। এ বিষয়ে মেক্সিকোর মাইগ্রেশন ইনস্টিটিউটকে অনুরোধ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রতি বছর বিভিন্ন দেশ থেকে এসে মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে বহু অভিবাসনপ্রত্যাশী। তাদের অনেকেই ঝুঁকিপূর্ণ পথ বেছে নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতেই এমন পদক্ষেপ নেন তারা। এর আগেও এমন বেশ কিছু দুর্ঘটনায় অভিবাসনপ্রত্যাশীদের হতাহতের ঘটনা ঘটেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০৩
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৪১