ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মেসি-এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৫৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

সেইন্ট এতিয়েনের বিপক্ষে লিওনেল মেসির দুই অ্যাসিস্টে জোড়া গোল করলেন কিলিয়েন এমবাপ্পে। তাতে আগের ম্যাচে হারের দুঃখ ভুলে আবার জয়ের পথে ফিরেছে পিএসজি।

শনিবার রাতে ঘরের মাঠের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে মাওরোসিও পচেত্তিনোর দল। ম্যাচের ১৬ মিনিটে নিজেদের ডি-বক্সের বাইরে বলের নিয়ন্ত্রণ হারান পেরেইরা। বল পেয়ে যান এতিয়েনের দেনিস বুয়াঙ্গা। ওয়ান-অন-ওয়ানে ডোনারুম্মাকে ফাঁকি দিয়ে গোল করেন তিনি। ২১ থেকে ৩০ মিনিটের মধ্যে মেসির দুটি প্রচেষ্টা প্রতিহত হয়। ফ্রি কিকে হাত ছুঁয়ে দিয়ে উপরে পাঠিয়ে দেন এতিয়েন গোলরক্ষক। পরে ঠেকান আরও একটি শট। অস্বস্তি নিয়ে অবশ্য বিরতিতে যেতে হয়নি পিএসজিকে।

বিরতির কিছুক্ষণ আগে দারুণ পাস বাড়ান মেসি। ডি-বক্সে পেয়ে প্রথম স্পর্শে ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের শট গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়। বিরতি থেকে ফিরে আবার দু’জনের যুগলবন্দীতে এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সে প্রতিপক্ষের দুই জনকে কাটিয়ে মেসি পাস দেন এমবাপ্পেকে। এবারও বল জালে পাঠাতে ভুল করেননি এমবাপ্পে।

এমবাপ্পের গোলের চার মিনিট পরই ব্যবধান বাড়ায় পিএসজি। এবার অ্যাসিস্ট করেন এমবাপে। তার দারুণ ক্রসে দূরের পোষ্টে কাছ থেকে হেডে ব্যবধান বাড়ান পেরেইরা। ম্যাচের বাকি সময়ে মেসি-নেইমার-ডি মারিয়ারা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

ট্যাগস :

মেসি-এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়

আপডেট সময় : ১২:৫৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২

সেইন্ট এতিয়েনের বিপক্ষে লিওনেল মেসির দুই অ্যাসিস্টে জোড়া গোল করলেন কিলিয়েন এমবাপ্পে। তাতে আগের ম্যাচে হারের দুঃখ ভুলে আবার জয়ের পথে ফিরেছে পিএসজি।

শনিবার রাতে ঘরের মাঠের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে মাওরোসিও পচেত্তিনোর দল। ম্যাচের ১৬ মিনিটে নিজেদের ডি-বক্সের বাইরে বলের নিয়ন্ত্রণ হারান পেরেইরা। বল পেয়ে যান এতিয়েনের দেনিস বুয়াঙ্গা। ওয়ান-অন-ওয়ানে ডোনারুম্মাকে ফাঁকি দিয়ে গোল করেন তিনি। ২১ থেকে ৩০ মিনিটের মধ্যে মেসির দুটি প্রচেষ্টা প্রতিহত হয়। ফ্রি কিকে হাত ছুঁয়ে দিয়ে উপরে পাঠিয়ে দেন এতিয়েন গোলরক্ষক। পরে ঠেকান আরও একটি শট। অস্বস্তি নিয়ে অবশ্য বিরতিতে যেতে হয়নি পিএসজিকে।

বিরতির কিছুক্ষণ আগে দারুণ পাস বাড়ান মেসি। ডি-বক্সে পেয়ে প্রথম স্পর্শে ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের শট গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়। বিরতি থেকে ফিরে আবার দু’জনের যুগলবন্দীতে এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সে প্রতিপক্ষের দুই জনকে কাটিয়ে মেসি পাস দেন এমবাপ্পেকে। এবারও বল জালে পাঠাতে ভুল করেননি এমবাপ্পে।

এমবাপ্পের গোলের চার মিনিট পরই ব্যবধান বাড়ায় পিএসজি। এবার অ্যাসিস্ট করেন এমবাপে। তার দারুণ ক্রসে দূরের পোষ্টে কাছ থেকে হেডে ব্যবধান বাড়ান পেরেইরা। ম্যাচের বাকি সময়ে মেসি-নেইমার-ডি মারিয়ারা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।