DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মোংলায় ছেলের হাতে মা খুন, আটক ২

News Editor
এপ্রিল ২৭, ২০২১ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোংলায় ছেলের হাতে মা খুন, আটক ২

স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোংলায় মাকে কোদালের আঘাতে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর আনুমানিক ৩.৩০মিঃ পৌর শহরের খাসেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৈবালী রায়(৬০) একই এলাকার ক্ষিতীশ রায় এর স্ত্রী।

এ ঘটনায় ঘাতক ছেলে সুব্রত রায় (৪৫) ও তার স্ত্রী সুচিত্রা রায় (৩০) কে আটক করেছে মোংলা থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে,বেশ কিছুদিন ধরে তাদের পারিবারিক কলহ চলছিলো,এ নিয়ে এলাকায় কয়েকদফা শালিস করেও কোন সুরাহা করতে পারেনি এলাকাবাসী। মঙ্গলবার ছেলের সঙ্গে তার মায়ের বাকবিতণ্ডা হয়।

আরো পড়ুন :  জানুয়ারি থেকে জুন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দিনে ১১ খুন

এক পর্যায়ে কোদাল দিয়ে সুব্রত রায় মায়ের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন।স্থানীয়রা দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে স্থানীয়রা ছেলেকে আটক করে পুলিশে খবর দেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ‘ঘাতক ছেলে হত্যার দায় স্বীকার করেছে। তবে কেন খুন করেছে তার কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন :  চাঁদাবাজি নয়, ভাঙারি দোকানের ব্যবসা নিয়ে দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: পুলিশ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]