শেখ সাগর আহমেদ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় বানিজ্যিক জাহাজ থেকে পাচার করে আনার সময় একটি ইঞ্চিন চালিত ট্রলার বোঝাই ১৫৫০ লিটার ডিজেলসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার(০৬ সেপ্টেম্বর) ভোরে মোংলা পশুর নদীর সাইলো সংলগ্ন এলাকা থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলারে প্লাষ্টিক কন্টিনার বোঝাই ১৫৫০ লিটার তেল জব্দ করে কোস্টগার্ড।
ওই সময় চোরাই কাজে জড়িত থাকার দায়ে ট্রলার থাকা আবুল শেখ,হাবিব খান,ও সুমন নামের তিন চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ডের টহল দলটি।আটক তিন জন মোংলার কানাইনগর এলাকার বাসিন্ধা। জব্দকৃত ডিজেল,ট্রলার ও তিন চোরাকারবারীকে একটি মামলা দায়ের শেষে মোংলা থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা এম ফয়সাল হক এ তথ্য নিশ্চিত করে জানান, নদী পথে চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।