DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মোড়েলগঞ্জে চেতনা নাশক স্প্রে দিয়ে মেম্বারের ঘরে ডাকাতি

Astha Desk
জুন ১৮, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

মোড়েলগঞ্জে চেতনা নাশক স্প্রে দিয়ে মেম্বারের ঘরে ডাকাতি

 

মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাট মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার জাহিদুল ইসলাম এর ঘরে চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে , মোটরসাইকেল, টাকা,মোবাইলসহ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

 

পাশের বাড়ির মোঃ লিয়াকত আলী বলেন, আমি শেষ রাতে বাথরুমে যাওয়ার জন্য বের হলে জাহিদ আমাকে তিনটি ডাক দেয়। আমি জাহিদ এর ডাক শুনে তাড়াতাড়ি ছুটে যাই। যাওয়ার সাথে সাথে আমারে বলে আমাদের সব নিয়ে গেছে ডাকাত দল। আমি ছুটি গিয়ে ঘরে দেখি তার মটরসাইকেল নাই, মানিব্যাগ পরে ভিতরে কিছু নাই, পরে আমি চিৎকার করি এবং মানুষ ডাকাডাকি করি। আমার চিৎকার শুনে পার্শ্ববর্তী ঘরের মানুষ এগিয়ে আসে, তার বাবা অচেতন অবস্থায় পড়ে ছিলো। তারপর সকলে মিলে মেম্বারসহ সবাইকে পিরোজপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাই।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি শালিশীর তিন লক্ষ টাকা, একটি পালসার মোটরসাইক, এন্ডোয়েড, ফোন, টাকা ও স্বর্ণালংকারসহ গাড়ির কাগজ পত্র লুটে নেয় ডাকাত দল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]