মোড়েলগঞ্জে জমেছে উঠেছে কোরবানির পশুর হাট
মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার হোগলা পাশা ইউনিয়নের মহিষপুরা মোড়ে বলেশ্বর নদীর তীরবর্তী এলাকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট।
২৯ জুন বৃহস্পতিবার কুরবানীকে সামনে রেখে নিজস্ব মালিকানাধীন জায়গায় সরকারের রাজস্ব প্রদান করে এই বাজার বসানো হয়েছে। রবিবার ২৫ শে জুন সকাল থেকে শুরু হয়েছে হাট। হাটে নিরাপত্তার জন্য রয়েছে সর্বোচ্চ সিকিউরিটি (সিসি) ক্যামেরা এবং জাল নোট সনাক্তকরণের জন্য ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর সৌজন্যে জাল নোট সনাক্তকরণের অত্যাধুনিক মেশিন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জন্য রয়েছে গ্রাম পুলিশ।
বিক্রেতারা জানান, সকালে এই বাজার জমেছে, তবে বিকেলে বিক্রি হওয়ার কথা থাকলেও গুড়ি গুড়ি বৃষ্টি থাকার কারণে আসতে পারেনা ক্রেতারা। তবে আশা রাখি ভালো বেচাকেনা হবে গত বছর এখানে অনেক বেচাকেনা হয়েছে।
এখানে স্থানীয় পশু বিক্রেতাসহ রয়েছে দূর দূরান্ত থেকে আগত পশু বিক্রেতারা। সকাল বেলা পশু আশা শুরু করছেন। বৃষ্টি থাকার কারণে বাজার না থাকায় একটু হতাশায় আছে বিক্রেতারা।
বাজারে ইজারাদার মোঃ সোহাগ শেখ বলেন, গত বছরের ন্যায় এ বছরেও আমরা ইজারানপেয়েছি। সরকারি সকল বিধিনিষেধ মেনে আমরা কাজ করছি। আমাদের সর্বোচ্চ নিরাপত্তা সিসি ক্যামের রয়েছে, জাল নোট সনাক্ত জন্য অত্যাধুনিক মেশিন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য রয়েছে গ্রাম পুলিশ।