মোঃ এজাজুল শেখ, মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলা পাশা ইউনিয়নে ফাতেমা হোসাইন ফাউন্ডেশন এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । আজ সকাল ১০:৩০ মিনিটে শুরু হয়ে ১২ :০০ মিনিট পর্যন্ত চলে ।
ফাতেমা হোসাইন ফাউন্ডেশন ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং শুরু থেকে মেধা বৃত্তি পরীক্ষা, শীতার্তদের মাঝে কম্বল, অসহায় শিক্ষার্থী দের শিক্ষা উপকরণ বিতরণ করেন।
আজ মোরেলগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন (হোগলা পাশা, রামচন্দ্রপুর, বনগ্রাম) এর ৪২ টি প্রাথমিক বিদ্যালয়ের ১১৩ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে।
মেধা বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ ১ম স্থান অর্জন কারী পান ৮ হাজার নগদ অর্থ, ২য় স্থান অর্জন কারী পান ৭ হাজার নগদ অর্থ, ৩য় স্থান অর্জন কারী কে প্রদান করা হয় ৬ হাজার টাকা।
এবং আরো ২২ জনে ৫ হাজার করে মোট ২৫ জন শিক্ষার্থী কে নগদ অর্থ প্রদান করেন। পরিক্ষায় অংশগ্রহণ সকল শিক্ষার্থীদের জন্য ছিল ফাতেমা হোসাইন ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি মগ এবং যাতায়াত ভাতা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর জন্য একটি ডায়রি ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলী,বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনা এর ভাইস প্রিন্সিপাল মোঃ মনিরুল ইসলাম।