শিরোনাম:
ময়মনসিংহে নতুন ডিসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১২:৫৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১০৭৭ বার পড়া হয়েছে
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
সম্প্রতি করোনা সংক্রমণের হার এবং মৃত্যুর হার গত কয়েক মাসের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে, তাই সংক্রমণের হার রোধের মাধ্যমে ময়মনসিংহবাসীকে সুস্থ ও নিরাপদ রাখতে সর্বক্ষেত্রে সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের সদ্য যোগদানকারি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
রবিবার (১৪মার্চ) দুপুরে ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি ওই কথা বলেন। তিনি মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি মেনে চলতে জেলার প্রতিটি নাগরিকদের প্রতি অনুরোধ জানান।
এ বিষয়ে তিনি জনগণকে সচেতন করে তুলতে মাস্ক, স্বাস্থ্যবিধি সম্পর্কে বেশী বেশী প্রচার-প্রচারণা করতেও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের সভাপতি ও সুবর্ণ বাংলা পত্রিকার সম্পাদক আরিফ রেওগীর, সাপ্তাহিক আবির পত্রিকার বার্তা সম্পাদক, ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও বীরযোদ্ধা অনলাইন পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি আরিফ রব্বানী, ব্রহ্মপুত্র এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার সোহেল মিয়া, সুবর্ণ বাংলার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর কবির আকন্দ ও আমাদের কন্ঠের সুমন ভূট্রাচার্জ প্রমুখ।
পরে মহানগর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক এনামুল হককে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দগণ।
















