শিরোনাম:
ময়মনসিংহে রাইস মিলের জলন্ত ছাইয়ে পুড়া শিশুর মৃত্যু
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০১:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১০৬৫ বার পড়া হয়েছে
এস.এম জামাল উদ্দিন শামীম,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় রাস্তার পাশে অটোরাইস মিলের ফেলে রাখা জ্বলন্ত ছাইয়ে দগ্ধ হয়ে আরাফাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এর আগে গত ১৫ মার্চ (সোমবার) বাকতা ইউনিয়নের শ্রীপুর গ্রামের সরকার অটোরাইস মিলের জ্বলন্ত ছাইয়ে পড়ে দগ্ধ হয় আরাফাত।
আরাফাতকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন।
আরাফাত উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের আয়েন আলীর ছেলে। সে ওই ইউনিয়নের শ্রীপুর গ্রামে নানা আয়েন আলী মন্ডলের বাড়িতে বেড়াতে এসেছিল।
গত ১৫ মার্চ আরাফাত নানার বাড়িতে বেড়াতে গিয়ে শিশুদের সাথে খেলতে খেলতে জ্বলন্ত ছাইয়ে পড়ে যায়।
















