ষ্টাফ রিপোর্টারঃ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ময়মনসিংহে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সকালে মহা নবমী বিহিত পূজা ময়মনসিংহ নগরীর দূর্গাবাড়ী মন্দির সহ জেলার সর্বত্র উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
বড় ভাইয়ের পরিবর্তে বিয়ে করতে এসে জরিমানা গুনল ছোট ভাই
এ সময় মন্দিরে মন্দিরে ধর্মপ্রান পূজারীগণ মায়ের পায়ে পুষ্পাঞ্জলী দিতে স্বাস্থ্যবিধি মেনে মুখে মাক্স পরে মন্দিরে উপস্থিত হয়েছেন।পূজারীগণ অশুর শক্তির বিনাশ আর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য মন্ত্র পাঠের মাধ্যমে মায়ের পায়ে পুস্পাঞ্জলী প্রদান করেন।এর আগে মন্দিরের প্রবেশ মুখে আগত ভক্তবৃন্দদের সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হয়।
ময়মনসিংহ দুর্গাবাড়ি ধর্মসভার সম্পাদক শংকর সাহা জানান, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপে বিশ্বপ্রাণ প্রকম্পিত। সার্বজনীন দুর্গাপূজায় এবার উৎসবে আড়ম্বরের বাইরে সাত্ত্বিক আচারে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা স্বাস্থ্যবিধি মেনে মাতৃ আরাধনায় নিমগ্ন পূজারীবৃন্দ।
তিনি জানান, বিশ্বশান্তি ও সকলের কল্যাণ কামনার্থে মহামারি থেকে মুক্তির লক্ষ্যে আজ রবিবার রাত ৮টায় দুর্গাবাড়ি নাট মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।
উল্লেখ্য, এ বছর জেলার ১৩টি উপজেলায় সার্বজনিন ও পারিবারিক মিলিয়ে ৭৪৭টি পূজামন্ডপে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসন জেলায় সুষ্ঠু শান্তিপূর্ন ও সুশৃংখল ভাবে পূজা উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজা মন্ডপে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছেন।