এর আগে গত ২৩ শে এপ্রিল ২০২০ তারিখে উপসচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী এর চিটিতে উল্লেখ্য করা হয় রাজবাড়ী জেলার পাংশা থানার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান মন্ডল সরকারি ত্রানের চাল আত্নসাথের অভিযোগে অভিযুক্ত হয়েছে। এমনকি তাকে জেলা প্রশাসক রাজবাড়ী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়।
যার ফলে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ -১ অধিশাখার উপ সচিব স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারীর মাধ্যমে চেয়ারম্যান পদ হারান যশাই ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান।
তবে গত ২৫শে আগষ্ট ২০২০ তারিখের অন্য এক চিঠিতে উপসচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষর করেন । সেখানে উল্লেখ করা হয়, উপযুক্ত বিষয় ও স্মারকের প্রেক্ষিতে জনাব মোঃ সিদ্দিকুর রহমান চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) যশাই ইউনিয়ন পরিষদ পাংশা রাজবাড়ী তার বরখাস্তের আদেশ কে চ্যালেঞ্জ করে মাননীয় হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-৪২২/২০২০ এর ১৪/০৭/২০২০ তারিখের আদেশের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। যার অনুলিপি প্রেরণ করা হয় রাজবাড়ী জেলা প্রশাসক বরাবর।
তবে দীর্ঘদিন যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে মোঃ সিদ্দিকুর রহমান কে দায়িত্ব ভার বুঝে না দেওয়া হলেও গত ১৬ জুন উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ আলী এর মৌখিক নিদ্দেশে যশাই ইউনিয়ন পরিষদে দায়িক্ত ভার গ্রহন করেন।
এসময় ইউনিয়ন পরিষদের সদস্যগণ , যশাই ইউনিয়ন পরিষদের সচিব নাসির উদ্দিন , এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।