জেলা প্রতিনিধি:
যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় মহাসড়কের ওপর হঠাৎ ভেঙে পড়েছে তিনটি বৈদ্যুতিক খুঁটি। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।শনিবার দুপুরে উপজেলার যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী বলেন, দুপুরে নওয়াপাড়া হাইওয়ে থানার সামনে প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে মহাসড়কের ওপর পড়ে যায়। এরপর তারের টানে পরপর আরো দুটি খুঁটি ভেঙে পড়ে। এতে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাসহ দক্ষিণ অঞ্চল থেকে আসা সহস্রাধিক ট্রাক, কাভার্ডভ্যান, যাত্রীবাহী বাস আটকা পড়ে।
ফলে ফুলতলার শেষ সীমানা থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। তিন ঘণ্টা পর বাইপাস সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির নওয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, যানবাহনের ধাক্কায় একটি খুঁটি পড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।