DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ২

DoinikAstha
মে ৩১, ২০২১ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে কিছুতেই দমানো যাচ্ছে না বন্দুক হামলার ঘটনা। দেশটির ফ্লোরিডায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

পুলিশের পরিচালক আলফ্রেডো রামিরেজ সাংবাদিকদের জানান, রোববার সকালে মিয়ামির উত্তরের হায়েলিয়াহ নগরীতে তিনজন ব্যক্তি হঠাৎ গাড়ি থেকে বের হয়ে জনগণের ওপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। এতে হতাহতের এ ঘটনা ঘটে। পরে নিজেদের ব্যবহৃত গাড়ি দিয়ে তিন বন্দুকধারীই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাদের আটক করতে পারেনি। তবে অভিযুক্তদের আটকে চেষ্টা চলছে।

রামিরেজ এক টুইটে বলেন, ঠাণ্ডা মাথার ওই ঘাতকরা ভিড় লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে। আমরা এর বিচার চাই।

পুলিশের পরিচালক রামিরেজ আরো বলেন, বন্দুক নিয়ে এ ধরনের নৃশংসতা থামাতেই হবে। প্রতি সপ্তাহান্তেই একই ধরনের ঘটনা ঘটে চলেছে। এটা পরিকল্পনা করে করা হচ্ছে। নিশ্চিতভাবে এটা হঠাৎ হচ্ছে না বলেও দাবি এই পুলিশ কর্মকর্তার।

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় টেক্সাস অঙ্গরাজ্যে নতুন অস্ত্র আইন অনুমোদন দেয়া হয়েছে। সে আইন অনুযায়ী টেক্সাসে যে কোন ব্যক্তি এখন লাইসেন্স ছাড়াই প্রকাশ্যে পিস্তল বহন করতে পারবেন। এমনকি পিস্তল বহন করতে লাগবে না কোন ধরনের প্রশিক্ষণও। তবে এক্ষেত্রেও বয়সের বাধ্যবাধকতা রাখা হয়েছে। শুধু ২১ বছরের বেশি বয়সীরাই পাবেন এ সুবিধা।

উল্লেখ্য,মায়ামিতে চলতি সপ্তাহে এটি দ্বিতীয় বন্দুকধারীর হামলা। এর আগে গত শুক্রবার বন্দুকধারীর হামলায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭জন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০