DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৩রা জানুয়ারি ২০২৫
ঢাকাশুক্রবার ৩রা জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

যুবককে কুপিয়ে মাদক ব্যবসায়ীদের লুঙ্গিড্যান্স(ভিডিও)

News Editor
মে ২৬, ২০২১ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : যুবককে কুপিয়ে মাদক ব্যবসায়ীদের লুঙ্গিড্যান্স(ভিডিও)।চৌদ্দগ্রামে জেলার চৌদ্দগ্রামে দেলোয়ার হোসেন নামে এক যুবককে কুপিয়ে রামদা হাতে নিয়ে লুঙ্গিড্যান্স করে উল্লাস করেছে একদল মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ভারত সীমান্তবর্তী উপজেলার কোমারডোগা গ্রামে এ ঘটনা ঘটে।

গত ১৭ মে ২০২১ ওই যুবককে কুপিয়ে আহত করা হলেও মঙ্গলবার রামদা হাতে মাদক ব্যবসায়ীদের লুঙ্গিড্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এ ঘটনায় আহত দেলোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ভিডিও দেখে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনায় জড়িত মেহেদি হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কোমারডোগা গ্রামে একদল মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সর্বদাই সোচ্চার ছিলেন স্থানীয় যুবক দেলোয়ার হোসেন। ১৭ মে মাদক কারবারিদের ব্যবসায় বাধা দেয় দেলোয়ার। এতে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে একই এলাকার শাহজালাল, শাহাদাৎ, বাবলু, জসিম উদ্দিন, ফয়সাল, মেহেদি হাসান ও মবিন তাকে কুপিয়ে গুরতর জখম করে। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ সময় মাদক ব্যবসায়ীরা পার্শ্ববর্তী রাজেশপুর এলাকায় গিয়ে রামদা হাতে নিয়ে লুঙ্গিড্যান্স দিয়ে উল্লাস করে। ভিডিওতে হিন্দি গানের (লুঙ্গিড্যান্স) তালে তালে তাদের উল্লাস করতে দেখা যায়। রামদা হাতে চরম উল্লাসে মেতে ওঠেন মাদক ব্যবসায়ী মেহেদি হাসান বাবলু। মঙ্গলবার এ ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি পুলিশ ও গণমাধ্যম কর্মীসহ সচেতনমহলের দৃষ্টিগোচর হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, মঙ্গলবার আমরা মেহেদি হাসান নামে এক আসামিকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:০৬
  • ৩:৪৬
  • ৫:২৭
  • ৬:৪৫
  • ৬:৪১