DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

যুবদল নেতা হত্যার প্রতিবাদে সিলেটে বুধবার হরতাল

Astha Desk
অক্টোবর ৩১, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

যুবদল নেতা হত্যার প্রতিবাদে সিলেটে বুধবার হরতাল

স্টাফ রিপোর্টারঃ

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ মঙ্গলবার দুপর ২ টার দিকে দিলু আহমদ ওরফে জিলু (৪০) নামের এক যুব দলের নেতা হত্যার প্রতিবাদে সিলেট বিভাগের চার জেলায় আগামী কাল বুধবার (১ নভেম্বর) হরতালের ডাক দিয়েছে যুবদল।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে যুবদলের নেতারা এ কর্মসূচি ঘোষণা দেন। নিহত দিলু গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

বিএনপির দাবী অবরোধ কর্মসূচি চলাকালে সকাল ৮ টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজারে পুলিশের ধাওয়ায় গাছে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে তাকে নির্যাতন করে পুলিশ। বিকেলে সে মারা যায়।পুলিশ হেফাজতে তার মৃত্যুর বিষয়টি অস্বীকার করছে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ওসি মোঃ শামসুদ্দোহা বলেন, ওই যুবক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান। খবর পেয়ে পুলিশও সেখানে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিএনপি যে দাবি করছে, তা সঠিক নয়।

দিলু আহমদকে পুলিশি হেফাজতে নির্যাতন করে হত্যার অভিযোগ এনে আজ সন্ধ্যা ছয়টায় নগরের তাতিপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ও মহানগর যুবদল। কোর্ট পয়েন্ট এলাকা ঘুরে জিন্দাবাজার এসে শেষ হয় মিছিল। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আগামীকাল বুধবার বিভাগের চার জেলায় অবরোধের পাশাপাশি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতালের ঘোষণা দেওয়া হয়।

সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম মোমিন বলেন, নিহত যুবদল নেতা অবরোধ কর্মসূচিতে সক্রিয় ছিলেন। পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে হরতাল ডাকা হয়েছে।

যুবদলের হরতালে একাত্মতা প্রকাশ করে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ চার নেতা বিবৃতি দিয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]