রংপুরের গঙ্গাচড়ায় কালী প্রতিমা ভাঙচুর
- আপডেট সময় : ১১:২৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- / ১০৪৯ বার পড়া হয়েছে
রংপুরের গঙ্গাচড়ায় কালী প্রতিমা ভাঙচুর
রিয়াজুল হক সাগর/রংপুরঃ
রংপুরের গঙ্গাচড়ায় কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ মে) রাঁতে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের শিঙ্গীমারী শ্মশান কালী মন্দিরের কালী প্রতিমা ভাঙচুরের এঘটনা ঘটে।
মন্দির কমিটি সূত্রে জানাযায়, দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতের কোনো এক সময় গেটের বাইরে থেকে বাঁশের কঞ্চি দিয়ে প্রতিমা টেনে ফেলে দিয়ে ভাঙচুর করেছে।
সকালে লোকজন প্রতিমা ভাঙচুর দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, রপুর জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

















