DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রংপুরের হারাগাছে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

DoinikAstha
এপ্রিল ৯, ২০২১ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেনির স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে আরশ মিয়া নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতার আরশ মিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই তেলিটারী গ্রামের মশিউর রহমানের ছেলে।

অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি বলেন, এ ব্যাপারে বৃহস্পতিবার দিবাগত রাতে ওই মেয়েটির পিতা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে আরস মিয়ার নাম উল্লেখ করে মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও হারাগাছ থানার এসআই জোতিষ চন্দ্র বর্মণ জানান, একই গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন ওই যুবক। এ নিয়ে তার পরিবারের কাছে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। গত ১ এপ্রিল বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরন করে নিয়ে যায় আরস।

মেয়েকে ঘরে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর মেয়ের বাবা প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারে আরস তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের পর শুক্রবার ভোরে অভিযান চালিয়ে আরসের নিজ বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধারসহ তাকে আটক করে পুলিশ।

এসআই জোতিষ চন্দ্র বর্মণ বলেন, গ্রেফতার যুবককে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে এবং মেয়েটির জবানবন্দি রেকর্ডের জন্য বিচারকের কাছে হাজির করা হবে। এছাড়া মেয়েটির মেডিকেল পরীক্ষা হবে। পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে স্কুলছাত্র আরসের পরিবার জানায়, মেয়েটি ও আরস একই স্কুলে পড়াশুনা করে এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। মেয়েটি অপহরন হয়নি তারা দুজনেই নিজ ইচ্ছা নোটারী পাবলিকের মাধ্যমে বিয়েও করেছে বলে দাবি করেন আরসের পরিবার।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০