রংপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা লাশ ঝুলিয়ে রাখায়,দেবর-শ্বশুর আটক
- আপডেট সময় : ০৪:১৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১১১৪ বার পড়া হয়েছে
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।স্বজনদের অভিযোগ,ধর্ষণের পর তার দেবর সোহেল লাশ ঝুলিয়ে রাখে।এ ঘটনায় গৃহবধূর শ্বশুর আঃ রাজ্জাক ও দেবর সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ।মাত্র ৭ মাস আগে বিয়ে হয় ওই গৃহবধূর।
এর কিছুদিনের মধ্যে গার্মেন্টস কর্মী স্বামীর সঙ্গে ঢাকায় চলে যান,সেখানে নিজের জন্য একটি চাকরিও জোটে তার।চাকরির জন্য জাতীয় পরিচয়পত্র দরকার পড়লে কয়েকদিন আগে ইমাদপুরে শ্বশুর বাড়িতে আসেন।বুধবার দুপুরে পুলিশ শ্বশুর বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।নিহত গৃহবধূর স্বজনদের অভিযোগ,ধর্ষণের পর সোহেল তার ভাবীর লাশ ঝুলিয়ে রাখে।
এলাকাবাসী ও স্বজনদের অভিযোগ,দেবর সোহেল আগেও গৃহবধূকে কুপ্রস্তাব দিয়েছিল।ভবিষ্যতে এমনটি হবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছিলো সোহেল ও তার বাবা।মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন,এ ঘটনায় নিহতের বাবা আবদুর রহিম একটি ধর্ষণ ও হত্যা মামলা করেছেন।


























