রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরে ৬ চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ ৬ চোরকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। রংপুরে ক্লুলেস মোটর সাইকেল চুরির রহস্য উন্মোচন ও চুরি যাওয়া ৬ মোটর সাইকেল উদ্ধারসহ ৬ চোর গ্রেফতারের ঘটনা শনিবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান আরপিএমপি ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪ মে ২০২১ রংপুর নগরীর চাউল আমোদপাড়া সিঙ্গারগলি বাসা থেকে ভোরে এপাসি আরটিআর ১৬০ সিসি মোটর সাইকেল চুরি হয়। চুরির ঘটনাটি রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা হলে মামলার সুত্র ধরে অভিযান পরিচালনা করে শুভ আহমেদ ও সাজু মিয়াকে গ্রেফতার করে।
তাদের দেয়া তথ্য মতে, পরবর্তিতে গংগাচড়া থানার রবিউল হাসানকে সহ চুরি যাওয়া এপাসি আরটিআর ১৬০ সিসি মোটর সাইকেল উদ্ধার হয়। পরবর্তিতে আব্দুল বাতেন মিয়া, রবিউল ইসলাম, হাসান আলী তুহিন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যে আরো চোরাই ৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এদিকে মোটর সাইকেল উদ্ধার হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মোটর সাইকেলের প্রকৃত মালিক। পুলিশ জানিয়েছে আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের নিকট উদ্ধারকৃত মোটর সাইকেল হস্তান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরপিএমপি এডিসি অপরাধ শহিদুল্লাহ কাওছার, ওসি আব্দর রশিদ, তদন্তকারী কর্মকর্তা এসআই এরশাদ আলী, এসআই মনোয়ার হোসেন ও মজনু মিয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।