রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ অনুমোদনহীন কেমিক্যাল ও বিষাক্ত সোডা ব্যবহার করে তৈরী করা হয় বেকারী পণ্য। এছাড়া প্রতিষ্ঠান দুটির ছিলো না কোন ট্রেড লাইসেন্স ও বিএসটিআই এর সনদ। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। সোমবার(১ আগষ্ট) বিকেলে নগরীর ৭ নং ওয়ার্ডের বকসা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠান দুটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা পরিবেশ, অনুমোদনহীন কেমিক্যাল ও বিষাক্ত সোডা ব্যবহার করে বেকারি পণ্য তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে বেকারী মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, রংপুর সিটি কর্পোরেশন এলাকায় পর্যায়ক্রমে সকল বেকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হবে। এটি অব্যাহত থাকবে বলে তিনি জানান । অভিযান পরিচালনায় সহযোগিতা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।