DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রংপুরে হেফাজতের হরতালে কোন প্রভাব পড়েনি

DoinikAstha
মার্চ ২৮, ২০২১ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
হেফাজতে ইসলামের ডাকা আজকের হরতালে রংপুরে জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। নিত্যদিনের মতো সকল যানবাহন অফিস আদালতের কর্যক্রম ছিলো স্বাভাবিক। রোববার (২৮ মার্চ) সকাল থেকেই দোকানপাট ও অফিস আদালত খুলেছে।
আন্তঃজেলা বাসসহ সড়ক-মহাসড়কে স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল। ছিলো চোখে পড়ার মত। বেলা ৩টা পর্যন্ত হরতালের সমর্থনে কাউকে দেখা যায়নি।
রাস্তাঘাটে যান চলাচল অন্যান্য দিনের তুলনায় কম হলেও প্রায় স্বাভাবিক বলা চলে। তবে গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, হরতালের সমর্থনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বস সময় ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]