- আপডেট সময় : ১০:৫৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১০৭৮ বার পড়া হয়েছে
রংপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ০৯ জুন দুপুর ৩টা ১৫মিনিটের দিকে নগরীর মর্ডান মোড়স্থ ডায়মন্ড আবাসিক হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধান এর নির্দেশনায়, পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে তাজহাট থানার এসআই আইয়ুব এসআই ওবায়দুল হক, এএসআই রাজ্জাকুল, তাদের আটক করে।
[irp]
বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার এসআই আইয়ুব তিনি জানান- মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মডার্ন মোড় এলাকার ডায়মন্ড আবাসিক হোটেল এর সামন থেকে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার শৈলমারী কালিকাপুর গ্রামের আব্দুস সাত্তার ঘটিয়ালের পুত্র আতিকুল ইসলাম ৩৪ এবং একই ঠিকানার মৃত. জব্বার আলীর পুত্র আহেনুর মিয়া আইনুলকে (৪২) ১০ কেজি গাজাসহ আটক করতে সক্ষম হয়েছি।
আসামিদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।
[irp]



















