DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রংপুর জেলায় কামারপল্লীতে নেই কোন ব্যস্ততা

DoinikAstha
জুলাই ১৯, ২০২১ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

রংপুর জেলায় কামারপল্লীতে নেই কোন ব্যস্ততা

রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধিঃ ঈদের দিন আসার বাকি মাত্র ১দিন। পশু কুরবানিতে ব্যবহায্য ছুরিসহ যাবতীয় সরঞ্জাম সংগ্রহ, ধারালোকরন করতে কামারপল্লীতে নেই ব্যস্ততা ও মসলার বাজারে নেই তেমন ভীড়।
এ ছাড়া এবারের কুরবানীতে কুরবানীদাতার সংখ্যাও অনেক কম। তবে গ্রামের তুলনায় শহরে কিছুটা বেশী। করোনয়া যখন গোটা বিশ্ব প্রায় কুপোকাত। চলছে লকডাউন, কঠোর লকডাউন ও শিথীল। সেখানে আসন্ন মুসলিম বিশ্ব পরিবারে পবিত্র হজ্বব্রত, ঈদুল আযহার আনন্দ ঘরে ঘরে। তবে ২০২০ইং বর্ষের ঈদুল আযহার চেয়ে এবছর ২০২১ইং এর ঈদের আগে কামারপল্লী, পশুরহাট ও মসলার বাজারে ক্রেতার উপস্থিতি সামান্যই।
রংপুর মহানগরীর বিভিন্ন পয়েন্টের কামারের দোকনগুলোতে, ছুরির দোকান, ধার করন কাজে ব্যস্ত লোকজনকে অলস বসে থাকতে দেখাগেছে। এছাড়া মসলার দোকানগুলোতেও দেখা গেছে তেমন ভীড় নেই। মসলার দোকানদাররা বলছেন, গতবারের চেয়ে এবারে বাজারে মসলার দাম কমলেও ক্রেতারা আসছেন তুলনায় অনেক কম। অন্যান্য সময় প্রতি কেজি কালো এলাচ ১২০০ টাকায় বিক্রি হলেও তা এখন অর্ধেক বা ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।২৫০০ টাকা কেজির সাদা এলাচের দাম কমে ১৫০০ টাকা, ৩৫০ টাকার জিরা ২৬০ টাকা,দাম কমেছে গোলমরিচেরও।
৭০০-৮০০ টাকা কেজির গোল মরিচের দাম এখন ৫০০ টাকায়।এছাড়া কমেছে রান্নার অন্যান্য মসলার দামও। ঈদকে সামনে রেখে পুরোবছরের মসলা আমদানি করে ব্যবসায়ীরা। কিন্ত আশানুরুপ বেচাকেনা না হওয়ায় এবং ঈদের পর আবারও সরকারী নির্দেশনায় কঠোর লকডাউনের ঘোষনায় মসলা ব্যবসায় ব্যপক লোকসান হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে ঈদের আগ থেকেই ইস্পাতের উপর টুংটাং শব্দে কান পাতা মুশকিল নগরীর কামারপল্লীতে।
কুরবানির ঈদকে কেন্দ্র করে নগরীর কামার পাড়ায় কামারপল্লীতে ব্যস্ত সময় পার করে কারিগররা।এই এলাকার ২০-২৫ জন কামার ও ২০টির মত খুচরা দোকানে দোকানিদের অলস সময় কাটাতে দেখা গেছে। ঈদের মাত্র ১দিন বাকি থাকলেও বেচাকেনা না থাকায় কামারপট্টির বাতাসে মিশেছে দীর্ঘশ্বাস কামারদের চোখেমুখে এখন হতাশার ছাপ। সরেজমিনে দেখা গেছে, কামারদের তৈরি পণ্যের বাজারে ক্রেতার চেয়ে বিক্রেতাই এখন বেশি। দোকানগুলোতে ছোট-বড় ছুরি, চাপাতি, দা-বঁটির পসরা সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতাদের উপস্থিতি তেমন উল্লেখযোগ্য না থাকায় দোকানিরা কেউ দাঁড়িয়ে,কেউবা টুলে বসে ঝিমাচ্ছে এমন দেখাগেছে।
বদরগঞ্জের বড়পাড়ার কামারপট্টির একজন কারিগর জানান,বেচাকেনা নাই।অনেকে রেডিমেড ছুরি-চাপাতি কিনছে। তবে কেউ কেউ পুরাতন ছুরি, চাপাতি, বটি শান দিতে নিয়ে আসছে। এভাবে চললে আমাদের এ ব্যবসা বন্ধ হয়ে যাবে শঙ্কা প্রকাশ করেবলেন, হয়তো এমনিভাবে চললে আমাদেরকে পেশা বদল করতে বাধ্য হতে হবে। রংপুর মহানগরীর ও নগরতলীতে খোঁজ নিয়ে দেখাগেছে, গত বছরের চেয়ে এ বছর কুরবানী দাতার সংখ্যা তুলমুলক কম। কারন, করোনায় কাজ নেই। ব্যবসা নেই, নেই তেমস জৌলুস।
শুধু হা হাকার পরিস্থিতি। আগের বছরগুলোতে একটি পাড়া মহল্লায় প্রায় বাড়িতে কুরবানীর গরু ছাগল কুরবানী হতো। এবারে একটি গ্রামে মাত্র ৪/৫টির বেশী নয়। আর রংপুর জেলার বিভিন্ন উপজেলায় গ্রামগুলোতে এবারের কুরবানীদাতার সংখ্যা কম হবে। তুলনামুলক শহরে কিছুটা বেশি। যদিও কুরবানীর পশু ও হাটগুলোতে ক্রেতার সংখ্যা উল্লেখ্যযোগ্য দেখা মিললেও বাস্তবে এবারের কুরবানীর সংখ্যা অনেক অনেক কম হওয়ার বিষয় অনেকটাই নিশ্তি হওয়া গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০