DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রংপুর জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

Astha Desk
মে ১৭, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

রংপুর জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর বাংলাদেশে’ ‘পুলিশ আছে জনতার পাশে” এই প্রত্যয় নিয়ে আজ বুধবার (১৭ মে ২০২৩ তারিখ) পুলিশ হাসপাতাল, রংপুরে রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম এর দিক নির্দেশনায় রংপুর জেলার পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরীর উদ্যোগ ও দীপ আই কেয়ার ফাউন্ডেশন রংপুরের সহযোগিতায় পুলিশ হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে।

 

সকাল ১০ টায় অনুষ্টিত দিনব্যাপী এই চক্ষু শিবির কার্যক্রমে রংপুর জেলার বিভিন্ন উপজেলার ৭৮ জনকে চোখের চিকিৎসাসেবা প্রদান করা হয়। যার মধ্যে ৪ জন রোগীকে শনাক্ত করে রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয় বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য।

 

এ বিষয়ে সার্বিক সহযোগিতা করেছেন, দীপ আই কেয়ার ফাউন্ডেশন পরিচালক একেএম ফিরোজ আলম সাইফুল, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের চিকিৎসকবৃন্দ এবং পুলিশ হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা: আবু সাঈদ মাহমুদ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।