শিরোনাম:
রঙ্গপুর সাহিত্য পরিষৎ-এর বিশেষ সাহিত্য বৈঠক অনুষ্ঠিত
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৭:৪৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১০৩৫ বার পড়া হয়েছে
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ বিকেলে ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন রঙ্গপুর সাহিত্য পরিষৎ-এর বিশেষ সাহিত্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই এক মিনিট নিরবতা পালন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সাহিত্য বৈঠকে আলোচক ছিলেন লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ডাঃ মফিজুল ইসলাম মান্টু।
পঠিত লেখা নিয়ে আলোচনা করি আমি। সঞ্চালনায় ছিলেন পরিষৎ-এর আজীবন সদস্য ও বেতার ঘোষিকা তৌহিদা খাতুন সুইটি। কবিতা পাঠে অংশ নেন কবি শাহিদা মিল্কি, হেলেন আরা সিডনি, মতিয়ার রহমান, সাঈদ সাহেদুল ইসলাম, জাকির আহমদ, জাহিদ হোসেন, রেজাউল করিম জীবন,সরকার বাবলু, মঈনুল ইসলাম, মাসুম মোরশেদ,রাশেদুজ্জামান রাশেদ,কবি রিয়াজুল হক সাগরসহ আরও কয়েকজন।
আলোচনায় জনাব মান্টু ও জনাব আকবর হোসেন মুক্তিযুদ্ধে রংপুরের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন। কবিতায় উঠে এসেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ,স্বাধীনতা এবং শহিদদের বীরত্বগাথা। এখানে উল্লেখ্য যে, রঙ্গপুর সাহিত্য পরিষৎ-এর সাহিত্য বৈঠক অনুষ্ঠিত হয়।