DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২২শে ডিসেম্বর ২০২৪
ঢাকারবিবার ২২শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে সেনা টহলে সশস্ত্র হামলা, দুই সন্ত্রাসী নিহত

News Editor
অক্টোবর ১৩, ২০২০ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর টহল দলের উপর সশস্ত্র হামলায় এক সেনা সদস্য আহত হয়েছেন। পাল্টা হামলায় হামলাকারিদের দুইজন নিহত হয়েছে। রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করছেন।

আইনশৃংখলা বাহিনী সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের রউফ টিলায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালাতে যায় ২০বীর রাঙ্গামাটি সদর জোনের সেনা সদস্যরা। এসময় পার্শ্ববর্তী আরেকটি অবস্থান থেকে সেনা টহলের উপর গুলিবর্ষণ করা হলে শাহাবুদ্দিন (২৮) গুলিবিদ্ধ হন। সেনাবাহিনী পাল্টা গুলি ছোড়লে হামলাকারিদের মধ্যে ২জন নিহত হয়।
আহত সেনা সদস্য শাহাবুদ্দিনকে প্রথমে রাঙ্গামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নেওয়া হয়। সেখান থেকে তাকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচ-এ নিয়ে যাওয়া হয়েছে।

প্রবাসী কর্মীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

নিহত দুইজনই পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ এর কর্মী বলে জানিয়েছেন আইনশৃংখলা।

ইউপিডিএফ এর মুখপাত্র অংগ্য মারমা বলেন, এইরকম কোন ঘটনার খবর আমাদের জানা নেই। তবে পাহাড়ে কোন ঘটনা ঘটলেই আমাদের জড়িয়ে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে বক্তব্য দেয়া হয়। এটিও সেইরকম একটি ঘটনা হতে পারে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ৩:৪০
  • ৫:১৯
  • ৬:৩৮
  • ৬:৩৬