শিরোনাম:
রাঙ্গামাটিতে জেএসএস ও এমএলটির সংঘর্ষে-নিহত তিন
Md Elias
- আপডেট সময় : ০২:৩২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১০৫৫ বার পড়া হয়েছে
রাঙ্গামাটিতে জেএসএস ও এমএলটির সংঘর্ষে-নিহত তিন
স্টাফ রিপোর্টারঃ
রাঙামাটির রাজস্থলীর পাইন্দং পাড়ায় দুই গ্রুপের গোলাগুলিতে মগ লিবারেশন পার্টি (এমএলটি)র ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টার সময় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্র সতে জানাগেছে, আজ সকালে মগ লিবারেশন পার্টির দশ/বারোজনের একটি দল বান্দরবান থেকে রাজস্থলীর দিকে যাওয়ার খবর পেয়ে জেএসএস (সন্তু) দলের অন্তত ৫০ জনের একটি দল তাদের ওপর অতর্কিতে আক্রমণ করে। এর ফলে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
পাহাড়ের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী ঘটনাস্থলের দিকে যাচ্ছে।
[irp]
















