রাজধানীতে গণপিটুনি, নিহত-১, আহত-১
- আপডেট সময় : ০৮:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৫২০১ বার পড়া হয়েছে
রাজধানীতে গণপিটুনি, নিহত-১, আহত-১
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ইয়ামিন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকার ১২ নম্বর রোডের ব্লক-ই-এর শেষ মাথায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ইয়ামিনকে মৃত ঘোষণা করা হয়।
নিহত ইয়ামিনের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার চরসাকিনা গ্রামে। তিনি ওই এলাকার মাহবুব মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকা উদ্যান এলাকায় থাকতেন।
পুলিশ জানায়, স্থানীয় উত্তেজিত জনতা দুজন অজ্ঞাতনামা ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যুবক মারা যান। অন্যজন এখনো চিকিৎসাধীন আছেন।










