শিরোনাম:
রাজনগর ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচন ২০ অক্টোবর
News Editor
- আপডেট সময় : ০৮:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
- / ১১১৯ বার পড়া হয়েছে
এস কে সাগর ,বাগেরহাট জেলা প্রতিনিধি: রামপালে রাজনগর ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের উপ- নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষ দিন পর্যন্ত দুইজন পদপ্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন, মোসম্মৎ সুফিয়া মোরাদ ও টুম্পা ঘোষ।
রামপাল উপজেলা নির্বাচন অফিসার শেখ জাকারিয়া জানান, আজ বুধবার (২০-০৯-২০২০) মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন পর্যন্ত মোট দুইজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই, বাছাই করা হবে এবং ২০ অক্টোবর নির্বাচন হবে।
উল্লেখ্য, গত ২০ আগষ্ট রাজনগর ইউনিয়নের সংরক্ষিত ২ নং (৪-৫-৬) নারী আসনের সদস্যা ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস মোস্তফার মৃত্যুতে আসনটি শূন্য হয়। নির্বাচনে জয়ের ব্যাপারে দুইজনই আশাবাদী বলে জানিয়েছেন।












