রাজবাড়ীতে পদ্মার পানি বিপদ সীমার উপরে গোদার বাজারে ফের ধ্বস
আবুল কালাম আজাদ রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ী গোজার বাজার এলাকার নদী তীর সংরক্ষণ বাঁধে ফের ধ্বস হয়েছে। শুক্রবার দুপুরে হওয়া ধ্বসে প্রায় ২০ ফুট এলাকা সিসি ব্লকসহ পদ্মা নদীর পেটে চলে গেছে। এ কারণে ভাঙ্গন স্থান থেকে মাত্র এক শত মিটার দুরত্বে থাকা রাজবাড়ী শহর রক্ষা বন্য নিয়ন্ত্রণ বেঁডি বাঁধ হুমকীতে পড়ে গেছে।
এদিকে, গত ২৪ ঘন্টায় রাজবাড়ী দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি ৮ সেন্ট্রি মিটার বৃদ্ধি পেয়ে তা বিপদ সীমার ১৭ সেন্ট্রি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ জানান, পদ্মা নদীতে পানি বৃদ্ধি, তীব্র স্রোত ও বাতাসের কারণে হঠাৎ করেই ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
রাজবাড়ী শহর রক্ষা বন্য নিয়ন্ত্রণ বেঁডি বাঁধ সংলগ্ন গোদার বাজার গোলাম মোস্তফার ইট ভাটা এলাকায় প্রায় ২০ ফুট সিসি ব্লকসহ ধ্বসে গেছে। এ স্থানে পাশে গত ২৮ সেপ্টেম্বর ১২০ এলাকা ধ্বসে যায়। বর্তমান পরিস্থিতি দেখতে পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী ওহেদুজ্জামান, সহকারী পরিচালক কাজী তোফায়েল আহম্মেদসহ পানি উন্নয়ন বোর্ডের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পানি উন্নয়ন বোর্ড বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে।
একই সাথে উদ্ধর্তন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ভাঙ্গন কবলিত এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।
আরও পড়ুন ঃরাজবাড়ীতে পদ্মার পানি বিপদ সীমার উপরে
আসা করছেন ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভভ হবে।নদী ভাঙ্গনের ফলে অনেকাংশেই নদী গর্ভে চলে গেছে। আবারও ভাঙ্গন দেখা দিয়েছে। এ অবস্থায় পরিকল্পিক ভাবে ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব না হলে রাজবাড়ী শহর রক্ষা বন্য নিয়ন্ত্রণ বেঁডি বাঁধও নদী গর্ভে বিলিন হয়ে যাবে।