রাজবাড়ীতে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে হত্যা
রাজবাড়ী প্রতিনিধিঃ
গড়াই নদীর খাসজমি দখলকে কেন্দ্র করে রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের শ্রমিক লীগের সহ-সভাপতি আজিজ মহাজনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে ভূমিদস্যুরা। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রোববার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত আজিজ মহাজন কোনাগ্রামের মৃত আজের মহাজনের ছেলে।
নিহতের বড় ভাই মোঃ আব্দুর রহমান বলেন, ভাই রোববার রাত ৭টার দিকে পার্শ্ববর্তী গ্রাম বড়াবিলা থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে আসছিল। পথে বাঁশ ফেলে গতিরোধ করে প্রখমে তাকে রড দিয়ে কোনাগ্রাম গ্রামের ভূমিদস্যু শাহাদত হোসেনের ছেলে সাজিদ রাফি (৩০) মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এরপর কোনাগ্রাম গ্রামের জাকির মন্ডলের ছেলে ইরান মন্ডল, আনোয়ার মন্ডলের ছেলে নিশাত মন্ডল (২৬) মৃত মালেক মহাজনের ছেলে রেজাউল মহাজন (৩০)সহ আরও ৭-৮ জন তাকে চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।
তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে রোববার দিবাগত রাত ১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।