ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মানবতার ডাক’-এর মহতী উদ্যোগ: মরণ ফাঁদ রাস্তায় ফেরালো জীবনের চলাচল Logo গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরাইলকে নির্দেশ জাতিসংঘ আদালতের Logo মাটিরাঙ্গায় গনধর্ষণের শিকার কিশোরী: আটক-২ Logo শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাহাড়ে কাজ করছে বিজিবি Logo ন্যায্য দাবি আদায়ে দীঘিনালায় এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি Logo শিক্ষকদের বাড়িভাড়া ভাতা হবে মোট ১৫ শতাংশ, দুই ধাপে দেওয়া হবে Logo দশমিনায় জেলেদের জিম্মি করে ছাত্রদল নেতার চাঁদাবাজি Logo বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবাদ সম্মেলন Logo মানবতার আলোর পথে: লালন দর্শনের নতুন পাঠ Logo পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম : ড. ইউনূস

রাজবাড়ীতে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৩৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • / ১০৪৬ বার পড়া হয়েছে

 

রাজবাড়ীতে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

আবুল কালাম আজাদ রাজবাড়ীঃ

রাজবাড়ীতে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
সেই সাথে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় তার ই আলোকে রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ১৯মে বুধবার সকাল সোয়া ১০টায় ১ নম্বর পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

রাজবাড়ী প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ডিজিটাল প্রেসক্লাব, কালুখালী উপজেলা প্রেসক্লাব, পাংশা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকেরাসহ সুশিল সমাজ এতে অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি), উদীচী শিল্পী গোষ্ঠী, ছাত্র ইউনিয়ন ও প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভা।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন নিউজের প্রতিনিধি লিটন চক্রবর্তী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। বক্তৃতা করেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি সঞ্জিব দাস, প্রেসক্লাবের সহসভাপতি আবু মুসা বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার আবদুল মতিন, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত্র শীল, একুশে টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, সিটিজেন টাইমসের প্রতিনিধি শামীমা আক্তার, চ্যানেল২৪–এর প্রতিনিধি সুমন বিশ্বাস প্রমুখ। এ ছাড়াও উপস্তিতি ছিলেন উপজেলা প্রেসক্লাব পাংশা, সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ।

বক্তারা বলেন, রোজিনা ইসলাম দেশের নামকরা সাংবাদিক। অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই সঙ্গে তাঁকে হেনস্তাকারীদের বিচার করতে হবে। এছাড়া গোয়ালন্দ ও পাংশা উপজেলাতেও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

[irp]

রাজবাড়ীতে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৩৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১

 

রাজবাড়ীতে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

আবুল কালাম আজাদ রাজবাড়ীঃ

রাজবাড়ীতে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
সেই সাথে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় তার ই আলোকে রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ১৯মে বুধবার সকাল সোয়া ১০টায় ১ নম্বর পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

রাজবাড়ী প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ডিজিটাল প্রেসক্লাব, কালুখালী উপজেলা প্রেসক্লাব, পাংশা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকেরাসহ সুশিল সমাজ এতে অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি), উদীচী শিল্পী গোষ্ঠী, ছাত্র ইউনিয়ন ও প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভা।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন নিউজের প্রতিনিধি লিটন চক্রবর্তী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। বক্তৃতা করেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি সঞ্জিব দাস, প্রেসক্লাবের সহসভাপতি আবু মুসা বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার আবদুল মতিন, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত্র শীল, একুশে টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, সিটিজেন টাইমসের প্রতিনিধি শামীমা আক্তার, চ্যানেল২৪–এর প্রতিনিধি সুমন বিশ্বাস প্রমুখ। এ ছাড়াও উপস্তিতি ছিলেন উপজেলা প্রেসক্লাব পাংশা, সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ।

বক্তারা বলেন, রোজিনা ইসলাম দেশের নামকরা সাংবাদিক। অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই সঙ্গে তাঁকে হেনস্তাকারীদের বিচার করতে হবে। এছাড়া গোয়ালন্দ ও পাংশা উপজেলাতেও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

[irp]