রাজস্থলীতে রোহিঙ্গা আটক
- আপডেট সময় : ০৬:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১১০৬ বার পড়া হয়েছে
রাজস্থলীতে রোহিঙ্গা আটক
নিজস্ব সংবাদদাতা/রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে টেকনাফ শালবাগান রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে পালিয়ে আসা জোনায়েত হোসেন (৫০) নামক এক রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গা জোনায়েদ হোসেন জানান, ৪ মার্চ রোহিঙ্গা আশ্রয় শিবির হতে পালিয়ে কক্সবাজারের চন্দনাইশ উপজেলার কেরানিরহাট নামক এলাকায় দুই দিন অবস্থান করেন।
পরে গাড়ি যোগে বান্দরবান এর ধোপাছড়ি এলাকায় আরো দুই দিন অবস্থান করেন। বুধবার রাতে কাজের সন্ধানে বাঙালহালিয়াতে ঘোরাফেরা করলে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তাকে আটক করা হয়।
এ বিষয়ে চন্দ্রঘোনা ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, সেনাবাহিনী একজন রোহিঙ্গাকে থানার হেফাজতে দিয়েছে। আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে মামলা দায়ের পর তাকে রাঙামাটি জেল হাজতে প্রেরন করা হবে।
[irp]


















