টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথ।
শুরুতেই কলকাতা শিবিরে ধাক্কা। উনাদকড়ই বোল্ড করলেন নারিনকে (১৫)। রাহুল তেওয়াটিয়ার বলে আউট হন নীতীশ রাণা (২২)। জমে যাওয়া শুভমন গিলকে (৪৭) আউট করেন জোফ্রা আর্চার।দীনেশ কার্তিককেও (১) আউট করলেন তিনি। ব্যাটিং অর্ডারে তুলে আনা হয়েছিল আন্দ্রে রাসেলকে।১৪ বলে ২৪ রানে আউট হন তিনি। অঙ্কিত রাজপুত ফেরান তাঁকে। ১৮ ওভারে কলকাতার রান ৬ উইকেটে ১৪৯।ক্রিজে মর্গ্যান (২০)। কামিন্সকে (১২) ফেরান টম কারেন।
আরও পড়ুনঃ নারিনকে ফেরালেন উনাদকড়
নাইটদের ভাবাচ্ছে সঞ্জু, তেওটিয়া ও অধিনায়ক স্টিভ স্মিথের ছন্দ। পঞ্জাবের বিরুদ্ধে তেওটিয়ার পাওয়ার হিটিং ম্যাচের পার্থক্য গড়ে দেয়। রাজস্থান ব্যাটসম্যানদের থামাতে স্পিনারদের উপরে ভরসা করে রয়েছেন দীনেশ কার্তিক।
তাঁর চিন্তা কমিয়েছেন প্যাট কামিন্স। প্রথম ম্যাচে মোটেও ছন্দে ছিলেন না অজি বোলার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কামিন্সকে পুরনো ছন্দে দেখা যায়।