মোঃ আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুরে নিজস্ব অর্থায়নে প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ এর উদ্যোগ নিয়েছেন মঠবাড়ি ইউপি সদস্য মো. তরিকুল ইসলাম তারেক। শনিবার সকাল ১০টায় উপজেলা মঠবাড়ি ইউনিয়নের মৃধাবাড়ি এলাকার কাঁচা রাস্তা নির্মাণ এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এএইচএম এ্যাড. খায়রুল আলম সরফরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক মো. মজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন মাতুব্বর প্রমূখ।
এ সময় সভায় উপস্থিত ছিলেন রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ তারেক শাহিন মৃধা, স্বস্ব ইউনিয়ন চেয়ারম্যানগণ, ইউপি সদস্যগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।