রাজাপুরে শতপিস ইয়াবাসহ যুবক আটক
- আপডেট সময় : ১০:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১০০৮ বার পড়া হয়েছে
রাজাপুরে শতপিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে রাজাপুর উপজেলার ৯নং সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, রাত পনে ১০টার দিকে ডিবি পুলিশের এসআই (নিঃ) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ তারাবুনিয়ায় অভিযান চালায়। রাত ১১টার দিকে শহিদুল কবিরাজের বসতবাড়ি থেকে শহিদুলের ছেলে মোঃ রুবেল কবিরাজ (২৮) কে আটক করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আটক রুবেলের বসতবাড়িতে রাখা একটি JBL অ্যাম্প্লিফায়ারের ভেতর থেকে একটি নীল জিপার পলিপ্যাক এর ভেতর থেকে গোলাপি রঙের ১শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রতিটি ট্যাবলেটের ওজন ০.১ গ্রাম, মোট ১০ গ্রাম ইয়াবা জব্দ করা হয়।
এছাড়া রুবেলের প্যান্টের পকেট থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৩১০ টাকা এবং একটি Tecno Ki5k মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা প্রস্তুত করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
ডিবি পুলিশের ওসি সেলিম উদ্দিন বলেন, আটক রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।