রাজাপুর ও কাঁঠালিয়া চষে বেড়াচ্ছে এমপি প্রার্থী ড. ফয়জুল হক
- আপডেট সময় : ০৮:১৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ২০৫৯ বার পড়া হয়েছে
রাজাপুর ও কাঁঠালিয়া চষে বেড়াচ্ছে এমপি প্রার্থী ড. ফয়জুল হক
আমিনুল ইসলাম/ঝালকাঠি প্রতিনিধিঃ
আগামী ২০২৬ সালের ১২ ই ফেব্রুয়ারি ত্রায়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর- কাঁঠালিয়া) আসনে নির্বাচনী হাওয়া ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. ফয়জুল হক রাজাপুর ও কাঁঠালিয়ার বিভিন্ন ইউনিয়ন, বাজার ও পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ, মিছিল, পথসভা ও শোডাউন করছেন।
গত কয়েকদিন ধরে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, করমর্দন, কোলাকুলি ও ব্যক্তিগত খোঁজখবর নেওয়ার মাধ্যমে মানুষের আস্থা ও সমর্থন অর্জনের চেষ্টা করছেন এই প্রার্থী।
ড. ফয়জুল হক বলেন, “মানুষ পরিবর্তন চায়। আমি এই অঞ্চলের মানুষের জন্য একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী নেতৃত্ব উপহার দিতে চাই। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থনেই আমরা বিজয়ী হব।”
প্রচারণার অংশ হিসেবে রাজাপুর উপজেলার সাচার, মঠবাড়ি, রাজাপুর সদর ও কাঁঠালিয়া উপজেলার আমুয়া, চিংড়াখালী, তালতলা বাজার, আউরা-সহ বিভিন্ন এলাকায় দফায় দফায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ ও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
স্থানীয়রা জানান, একজন শিক্ষিত, ভদ্র ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে ড. ফয়জুল হকের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে।
নির্বাচনী মাঠে ক্রমেই আলোচনায় উঠে আসছেন তিনি। তার প্রচারণা কৌশল, সরাসরি জনসংযোগ এবং দলীয় কর্মীদের সক্রিয় অংশগ্রহণ এই এলাকায় নির্বাচনী লড়াইকে আরো প্রাণবন্ত করে তুলেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।




















