শিরোনাম:
রাণীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক
Md Elias
- আপডেট সময় : ০৬:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১০৪৮ বার পড়া হয়েছে
রাণীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান বকুল (৩৪)কে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। আটককৃত আসাদুজ্জামান বকুল উপজেলার চককুতুর গ্রামের আনছার আলী মোল্লার ছেলে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, জিআর ৭০/১৩ মাদক মামলায় বিজ্ঞ আদালত আসাদুজ্জামান বকুলকে ৬ মাসের সাজা প্রদান করেন। সাজার পর থেকেই সে পলাতক ছিলেন। দীর্ঘ তিন বছর পর সে বাড়িতে আসেন এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দেড়টার দিকে থানার এএসআই ফিরোজ, নুরুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে আসাদুজ্জামান বকুলকে আটক করে। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
[irp]
















