মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী রামগড়ে হয়েছে। পৌর শ্রমিক লীগ এর উদ্যেগে আজ সোমবার সকাল ১০টা উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
রামগড় পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হানিফ পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগ সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, প্রদেশ ত্রিপুরা, পৌর আওয়ামী লীগ সভাপতি রফিকুল আলম কামাল, ৬নং পৌর ওয়ার্ড কাউন্সিলর নুর মোহাম্মদ শামিম, পৌর শ্রমিক লীগের সভাপতি আবু বক্কর চৌধুরী প্রমূখ।
গরু নেই, ঘানি টেনে সংসার চলে দম্পতির
হিংসার মনোভাব দূর করে আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগকে আরও এগিয়ে নিয়ে যাই উল্লেখ করে বক্তাগন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রামগড় বাসীর জন্য সেরা উপহার দিয়ে গেলেন রামগড় স্থলবন্দর করে। এতে হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে। মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন কর্মকান্ডে আমরা রামগড়বাসি আনন্দিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা একসাথে কাজ করে যাবো ইনশাল্লাহ।