রামপালে জাতীয় মৎস্যসপ্তাহের র্যালী পুরষ্কার বিতরণ
রামপাল প্রতিনিধিঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে রামপালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক র্যালী, আলোচনা সভা, শ্রেষ্ঠ খামারিদের সম্মাননা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় বাগেরহাট জেলার রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদফতর কর্তৃক গ্রহীত কার্যক্রম বিষয়ে মৎস্য চাষ বৃদ্ধি বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এ আনোয়ারুল কুদ্দুস, ওসি এস, এম আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, পিআইও মোঃ মতিউর রহমান প্রমুখ।
সভায় মৎস্য সম্পদ রক্ষায় সরকারের করণীয় ও সপ্তাহ ব্যাপী কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা। সভা শেষে শ্রেষ্ঠ খামারীদের ক্রেস্ট প্রদান করা হয়।