DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রামপালে দুস্তের মাঝে কম্বল বিতরণ

Astha Desk
জানুয়ারি ১৬, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রামপালে দুস্তের মাঝে কম্বল বিতরণ

রামপাল প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার রামপাল উপজেলায় সরকারি ভাবে পাঁচ হাজার দুস্তকে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে একম্বল বিতরণ করেন, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ প্রমুখ।

উপজেলার বিভিন্ন এতিমখানা, ইসলামিক ফাউন্ডেশনের আওতায় ইমাম, মোয়াজ্জেম এবং অসহায় মানুষদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ ছাড়াও প্রতি ইউনিয়ন পরিষদে ২ শত করে কম্বল সহ ৫ হাজার কম্বল বিতরণ করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।